বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭

‘ভুল করে’ বিমান হামলা, ৫০ জনের মৃত্যু

Home Page » বিশ্ব » ‘ভুল করে’ বিমান হামলা, ৫০ জনের মৃত্যু
বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭



বঙ্গ-নিউজঃ নাইজেরিয়ার র‍্যান নামক এক এলাকায় ‘ভুল করে’ বিমান হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। এতে পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় নেয়া অন্তত ৫০ জন শরণার্থী মারা গেছেন। মারা গেছেন ছয়জন রেডক্রসকর্মীও।

 

mistaken airstrike at nigeria 50 died

এমন ঘটনা কীভাবে ঘটলো- তার বর্ণনা দিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলছেন যে, বিমান বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য ছিলো। সেই তথ্য বলা হচ্ছিলো র‍্যানে প্রচুর বোকো হারামের অনুসারীরা জড়ো হচ্ছ। যাদের সঙ্গে দীর্ঘদিন ধরে নাইজেরিয়ার সেনাবাহিনীর সংঘাত চলছে।

গোয়েন্দাদের দেয়া ভুল তথ্যের ভিত্ততেই মূলত হামলা করা হয় র‍্যানে। এতে প্রাণ হারান অর্ধশত বেসমারিক লোক। দাতব্য সংস্থা রেডক্রসের ছয়জন কর্মীও মারা যান।

নাইজেরীয় প্রেসিডেন্ট দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে। নাইজরীয় সেনা বাহিনী ইতোমধ্যেই সেখানে কাজ করা শুরু করেছে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০০ জন। তাদেরকে জরুরি চিকিৎসা সেবা দেয়া হয়েছে। নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত শরণার্থীদের প্রতি সাহায্য- সহায়তা অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৩:১৩:২৯   ৩৫২ বার পঠিত