বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
পোষা প্রাণী ছাড়াই হোয়াইট হাউজে যাবেন ট্রাম্প!
Home Page » এক্সক্লুসিভ » পোষা প্রাণী ছাড়াই হোয়াইট হাউজে যাবেন ট্রাম্প!
বঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করে হোয়াইট হাউজে উঠবেন। কিন্তু এখন পর্যন্ত ট্রাম্পের পরিবার কোনদিনও ঘরে কোন পালিত প্রাণী রাখেনি। তাই তিনি সম্ভবত কোন প্রাণী সঙ্গে না নিয়েই হোয়াইট হাউজে উঠবেন। দেশটির ইতিহাসে এই প্রথম কোন প্রেসিডেন্ট পোষা প্রাণী ছাড়াই হোয়াইট হাউজে উঠতে চলেছেন।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল পেট মিউজিয়াম নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। এটির সঙ্গে হোয়াইট হাউজ বা মার্কিন সরকারের কোন সম্পর্ক নেই। মূলত বেসরকারি অর্থায়নে এই প্রতিষ্ঠানটি চলে। এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে নানাধরণের মূর্তি, বইপত্র, ছবি আর বিভিন্নরকম শিল্পকর্ম। এখানে শিল্পকর্মের মধ্যে রয়েছে একটি ঘণ্টা যা কিনা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম টাফটের দুধেল গাইয়ের গলায় বাঁধা হয়েছিল।
প্রেসিডেন্সিয়াল পেট মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ক্লেয়ার ম্যাকলিন বলেন, ‘প্রেসিডেন্টের পোষা প্রাণীর ইতিহাসে এবার নতুন কিছু ঘটতে চলেছে। প্রথম যে পরিবারটি হোয়াইট হাউজে উঠেছিল, তার পোষা প্রাণীটিকে মানুষ সহজেই আপন করে নিতে পেরেছিল।’
তিনি জানান, ট্রাম্প পরিবারের জন্য হোয়াইট হাউজ গোল্ডেনডুডল কুকুর পোষার পরিকল্পনা করেছিল কিন্তু সেটা বাতিল করা হয়েছে।
জাদুঘরটির এক কর্মী ডেভ বেকার বলেন, কোন পোষা প্রাণী ছাড়া হোয়াইট হাউজে প্রেসিডেন্ট পরিবারের ইতিহাস একদমই বিরল। এখন পর্যন্ত এমনটা হয়নি। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবার বো ও সানি নামের দুটি কুকুর নিয়ে উঠেছিল। ওরা দেশের অনেকেরই মন জয় করে নিয়েছিল।
এর আগে জর্জ ডব্লিউ বুশ স্কটিশ টেরিয়ার কুকুর ছিল বার্নি বুশকে নিয়ে হোয়াইট হাউজে উঠেছিলেন। ক্লিনটন পরিবারে বাডি নামের একটি কুকুর এবং সকস নামের বিড়াল ছিল। আর ২৭ তম মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড টাফট একটি গাভী পালতেন।
বাংলাদেশ সময়: ২:১০:৪১ ৩৫৭ বার পঠিত