বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
লালমনিরহাটের সন্তান (ইউএনও) রাজিব কুমার আর নেই |
Home Page » বিবিধ » লালমনিরহাটের সন্তান (ইউএনও) রাজিব কুমার আর নেই |বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মাস্টারপাড়ায় সন্তান রাজিব কুমার রায় লিটন ও বাগেরহাটের রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারা গেছেন।
মঙ্গলবার ভোরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আদিতমারী উপজেলার মাস্টারপাড়ায় গ্রামের বারিন্দ্র কুমার রায়ের ছেলে।
গত এক মাস ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মোমিনুর রশীদ।
তিনি ১৯৮১ সালের ১৬ সেপ্টেম্বর লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মাস্টারপাড়ায় জন্মগ্রহণ করা রাজিব রায় ২৭ তম বিসিএস দিয়ে প্রশাসনে যোগ দেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২০০৮ সালে যোগ দেন চাকরিতে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার অব পাবলিক পলিসি ডিগ্রি সম্পন্ন করা রাজিব রায় ২০১৫ সালের ২৩ জুলাই ইউএনও হিসেবে রামপালে যোগ দেন। এর আগে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি।
গত এক মাস ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মোমিনুর রশীদ।
বাংলাদেশ সময়: ২২:২৯:৪৬ ২২৯ বার পঠিত