সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
চলতি অর্থবছরে ২৭ লাখ মানুষের কর্মসংস্থান হবে’
Home Page » জাতীয় » চলতি অর্থবছরে ২৭ লাখ মানুষের কর্মসংস্থান হবে’‘বঙ্গ নিউজঃ চলতি অর্থবছরে ২৭ লাখ মানুষের কর্মসংস্থান হবে’স্টাফ রিপোর্টার: চলতি ২০১৬-১৭ অর্থ বছরে ২৭ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।রবিবার রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী তার মন্ত্রণালয়ের চলতি বছরের পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), রেমিট্যান্স, প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস ইত্যাদি বিষয়ে কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, দেশে অনেক বেকার আছে, এদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিবছর ২০ লাখ কর্মক্ষম মানুষযুক্ত হয়। চলতি বছর শেষে ৭ লাখ মানুষ দেশের বাইরে যাবে বলেও জানান মন্ত্রী। বিশ্বব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংক জিডিপি নিয়ে কম বলে। এবার ৬ দশমিক ৮ শতাংশ বলেছে এটাই অনেক কিছু। তবে আমরা বলতে চাই, চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ শতাংশ। চলতি অর্থবছরের ছয় মাসে দেশের অনেক আর্থিক সূচক ভালো। এ থেকে আমরা প্রাক্কলন করেছি। রেমিটেন্স প্রসঙ্গে মন্ত্রী বলেন, হুন্ডির মাধ্যমে অপ্রচলিত উপায়ে দেশে টাকা আসছে। ফলে রেমিটেন্স কম দেখাচ্ছে। তবে অপ্রচলিত উপায়ে টাকা পাঁচার বন্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে। রেমিটেন্স খাতে প্রণোদনা দেয়া হবে। এটা করলে বিদেশ থেকে আর অপ্রচলিত উপায়ে টাকা আসবে না।
বাংলাদেশ সময়: ০:৩৭:২৭ ৩৫৩ বার পঠিত