রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭

ইজতেমায় আখেরি মোনাজাত সম্পন্ন

Home Page » প্রথমপাতা » ইজতেমায় আখেরি মোনাজাত সম্পন্ন
রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭



1.JPGবঙ্গ-নিউজঃ ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১১টা ২ মিনিটে মোনাজাত শুরু হয়। শেষ হয় ১১টা ৩৫ মিনিটে। আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। মোনাজাতে বিশ্বের কল্যাণ কামনা করা হয়।

এর আগে রবিবার সকাল ৮টা ২০ মিনিটে হেদায়েতি বয়ান শুরু হয়। দিল্লির মাওলানা সাদ এ হেদায়েতি বয়ান করেন। ইজতেমার মুরব্বী মাওলানা গিয়াস উদ্দিন এই তথ্য জানান।

আখেরি মোনাজাতে অংশ নিতে রবিবার ভোর রাত থেকেই মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শনিবার সন্ধ্যার পর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসছেন।

শনিবার দিনগত রাত ১২টা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় রবিবার ভোর থেকে আবার মুসল্লিরা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের দিকে ছুটে আসছেন। অনেক মুসল্লি হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।

আখেরি মোনাজাতে নিরাপত্তা প্রসঙ্গে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন আর রশিদ জানান, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পুলিশের ৬ হাজারের বেশি পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৩:৪৯   ৩৮৪ বার পঠিত