শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭
ছয় দিন ধরে অবস্থান কর্মসূচিতে নন এমপিও শিক্ষকরা
Home Page » জাতীয় » ছয় দিন ধরে অবস্থান কর্মসূচিতে নন এমপিও শিক্ষকরাবঙ্গ-নিউজঃ দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকেও এমপিওভুক্ত না হওয়ায় দাবি আদায়ে মাঠে নেমেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক ও কর্মচারীরা। নন এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে গত ছয় দিন ধরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
শুক্রবার তারা জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তারা বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার ৯৮ শতাংশই বেসরকারি ব্যবস্থাপনা নির্ভর। প্রাইমারি স্কুল, নিম্ন ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা এবং কলেজসহ প্রায় ছয় হাজারের মতো স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় আছে। যা এ স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এক চতুর্থাংশ। এসব প্রতিষ্ঠানে ২০ লাখের অধিক শিক্ষার্থীকে পাঠদানে নিয়োজিত রয়েছেন ৮০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী।
তারা আরও বলেন, দীর্ঘ ১০-১৫ বছর ধরে বিনা বেতনে কর্মরত এসব শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। ফলে মানসম্মত শিক্ষাদান কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হলে একে একে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তারা।
এ সময় তারা সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা এবং শিক্ষক-কর্মচারীদের যোগদানের তারিখ থেকে চাকরির বয়স গণনা করার দাবি জানান শিক্ষক নেতারা।
অবস্থান কর্মসূচিতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. এশারত আলী, সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায়সহ সারাদেশ থেকে আগত কয়েকশ শিক্ষক-কর্মচারী অংশ নেন
বাংলাদেশ সময়: ২১:২৬:৪৩ ৩৯৮ বার পঠিত