ছয় দিন ধরে অবস্থান কর্মসূচিতে নন এমপিও শিক্ষকরা

Home Page » জাতীয় » ছয় দিন ধরে অবস্থান কর্মসূচিতে নন এমপিও শিক্ষকরা
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭



বঙ্গ-নিউজঃ দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকেও এমপিওভুক্ত না হওয়ায় দাবি আদায়ে মাঠে নেমেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক ও কর্মচারীরা। নন এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে গত ছয় দিন ধরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

শুক্রবার তারা জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তারা বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার ৯৮ শতাংশই বেসরকারি ব্যবস্থাপনা নির্ভর। প্রাইমারি স্কুল, নিম্ন ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা এবং কলেজসহ প্রায় ছয় হাজারের মতো স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় আছে। যা এ স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এক চতুর্থাংশ। এসব প্রতিষ্ঠানে ২০ লাখের অধিক শিক্ষার্থীকে পাঠদানে নিয়োজিত রয়েছেন ৮০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী।

তারা আরও বলেন, দীর্ঘ ১০-১৫ বছর ধরে বিনা বেতনে কর্মরত এসব শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। ফলে মানসম্মত শিক্ষাদান কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হলে একে একে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তারা।
এ সময় তারা সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা এবং শিক্ষক-কর্মচারীদের যোগদানের তারিখ থেকে চাকরির বয়স গণনা করার দাবি জানান শিক্ষক নেতারা।
অবস্থান কর্মসূচিতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. এশারত আলী, সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায়সহ সারাদেশ থেকে আগত কয়েকশ শিক্ষক-কর্মচারী অংশ নেন

বাংলাদেশ সময়: ২১:২৬:৪৩   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ