বুধবার, ১১ জানুয়ারী ২০১৭

ঢাকায় এসেছেন অং সান সু চি’র বিশেষ দূত

Home Page » প্রথমপাতা » ঢাকায় এসেছেন অং সান সু চি’র বিশেষ দূত
বুধবার, ১১ জানুয়ারী ২০১৭



kyaw-tin.jpgবঙ্গ-নিউজঃ চলমান রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা করতে ঢাকায় পৌঁছেছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি’র বিশেষ দূত খিউ তিন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছান। বুধবার সকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এরপর বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হবেন খিউ তিন। ওই বৈঠকের বিষয়বস্তু হিসেবেও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বলে জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি’র বিশেষ এই দূত খিউ তিন মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হককে বিশেষ দূত হিসেবে মিয়ানমার পাঠিয়েছিলেন। ওই সফরে পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি’র সঙ্গে একটি বৈঠক করেন শহিদুল হক।

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন প্রদেশের মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের ওপর নির্মম অত্যাচার চালিয়ে আসছে। ওই অত্যাচারে শতাধিক রোহিঙ্গা প্রাণ হারানো ছাড়াও বাড়িছাড়া হয়েছে প্রায় লক্ষাধিক। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

বাংলাদেশ সময়: ০:২১:০০   ৩৮৫ বার পঠিত