সোমবার, ৯ জানুয়ারী ২০১৭

সচিবালয়ের দ্বিতল বাসে আগুন

Home Page » সারাদেশ » সচিবালয়ের দ্বিতল বাসে আগুন
সোমবার, ৯ জানুয়ারী ২০১৭



17.jpgবঙ্গ নিউজঃ  সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সচিবালয়ের জন্য নির্দিষ্ট এই বাসে সব যাত্রীরা ওঠার পর আগুনের
প্রতিকী ছবি
বিকেল পাঁচটা পাঁচ মিনিটে আগুন লাগার পর কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের তিনটি ইউনিট ঘটনাস্থলে চলে আসে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।

ওই বাসের একজন যাত্রী, যিনি সচিবালয়ের একজন কর্মকর্তা, তিনি বলেন, বাসটি সচিবালয় থেকে বের হয়ে রাস্তায় ওঠার সাথে সাথেই আগুন লেগে যায়। তখন বাসের যাত্রীদের অনেকেই ব্যাগ ও ফাইলপত্র ফেলে হুড়োহুড়ি করে বাস থেকে নামার চেষ্টা করেন।

যাত্রীদের অনেকেই জানান, তাড়াহুড়োয় বাসের মধ্যে ফেলে আসা তাদের ব্যাগ ও ফাইলপত্র পুড়ে গেছে।

এদিকে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, বাসের ইঞ্জিনে সমস্যা থাকায় আগুন লেগেছিলো। এ অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:২৫:১৭   ৪০৬ বার পঠিত