সোমবার, ৯ জানুয়ারী ২০১৭

‘পাঠযোগ্য’ প্রেসক্রিপশন লেখার নির্দেশ হাইকোর্টের

Home Page » এক্সক্লুসিভ » ‘পাঠযোগ্য’ প্রেসক্রিপশন লেখার নির্দেশ হাইকোর্টের
সোমবার, ৯ জানুয়ারী ২০১৭



advice-of-high-court-on-prescription.jpgবঙ্গ-নিউজঃ বাংলাদেশের উচ্চ আদালত চিকিৎসকদের প্রতি ‘পাঠযোগ্য’ প্রেসক্রিপশন লেখার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে এক মাসের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশনা জারি করারও নির্দেশ দেয়া হয়েছে।বাংলাদেশে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, চিকিৎসকদের দেয়া প্রেসক্রিপশন পড়া কঠিন হয়ে পড়ে রোগীদের জন্য। এমন কি ফার্মেসি ব্যবসায়ীরাও অনেক ক্ষেত্রে প্রেসক্রিপশন পড়তে পারেন না। ফলে প্রায়ই ভুল ওষুধ বিক্রি ও সেবনের মতো ঘটনা ঘটে।

এতে রোগীর স্বাস্থ্য পড়ে যায় ঝুঁকির মুখে। এ কারণেই মূলত এমন নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বলা হয়েছে, বড় হাতের অক্ষরে স্পষ্ট করে প্রেসক্রিপশন লিখতে হবে অথবা কম্পিউটারে টাইপ করে প্রেসক্রিপশন দিতে হবে।

এ দিকে চিকিৎসকরা এতো দ্রুত কেনো লিখেন কিংবা তাদের হাতের লেখা এতো খারাপ কেনো, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত আছে নানা রকম কৌতুক।বিশেষ করে ওষুধটি খাবারের আগে না পরে অথবা ওটার বিশেষ প্রয়োজন  উল্লেখ করতেই হবে ।

বাংলাদেশ সময়: ১৯:১৩:২০   ৪১৫ বার পঠিত