সোমবার, ৯ জানুয়ারী ২০১৭
সক্ষমতা কমলেও বিচ্ছিন্ন জঙ্গি হামলার শঙ্কা রয়েছে’
Home Page » জাতীয় » সক্ষমতা কমলেও বিচ্ছিন্ন জঙ্গি হামলার শঙ্কা রয়েছে’বঙ্গ নিউজঃ জঙ্গিদের সক্ষমতা কমলেও বিচ্ছিন্ন হামলার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সোমবার ডিএমপির সদর দফতরে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ সদস্যের পরিবারকে অনুদান দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
হলি আর্টিজানে নিহত বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন ও সহকারী কমিশনার রবিউল ইসলামের পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান দিয়েছে সাইফ পাওয়ার টেক।
এসময় নিহত দুই পুলিশ পরিবারের স্বজন, সাইফ পাওয়ার টেকের কর্মকর্তা ও ডিএমপির পুলিশ কর্মকর্তারা ছিলেন।
কমিশনার বলেন, ‘গুলশান হামলার সঙ্গে জড়িত অনেকেই আমরা ধরতে সক্ষম হয়েছি। জঙ্গিদের হামলা করার সক্ষমতা নেই, তবে বিচ্ছিন্নভাবে যে কোনও সময় তারা হামলা করতে পারে।’
বাংলাদেশ সময়: ১৩:১৫:১৮ ২৮৮ বার পঠিত