শনিবার, ৭ জানুয়ারী ২০১৭
অগ্নিকাণ্ডের ঘটনায় কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Home Page » জাতীয় » অগ্নিকাণ্ডের ঘটনায় কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রীবঙ্গ-নিউজঃ
ডিএনসিসি মার্কেট পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গুলশান-১-এর কাঁচা ও পাকা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ডিএনসিসি মার্কেট পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে গেলে ব্যবসায়ীরা তাদের অভিযোগ তুলে ধরেন। পরিকল্পিতভাবে নাশকতার এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অগ্নিকাণ্ডে অনেক ব্যবসায়ী খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অভিযোগ আমলে নেওয়া হয়েছে। একটি অবাধ তদন্তের মাধ্যমে কারণ জানার চেষ্টা চলছে। গাফিলতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে আগুন লেগেছে, কী কারণে ভবন ধসে পড়েছে তা আমরা খতিয়ে দেখছি।’
ব্যবসায়ীরা ক্ষতিপূরণ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সাধারণত দুই ভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়। হতাহতদের এবং ক্ষয়ক্ষতির স্বীকার ব্যক্তিদের। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আর যারা আর্থিক ক্ষতির স্বীকার হয়েছেন, তাদের ক্ষতির মাত্রা নিরূপণ করে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে।’
এসময় ব্যবসায়ী নেতারা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার (২ ডিসেম্বর) রাত ২টার দিকে ডিসিসির দুটি মার্কেটে আগুন লাগে। আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। পরে আগুন পাকা মার্কেটে ছড়িয়ে পড়ে। ১৬ ঘণ্টা পর মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ। বুধবার সকাল থেকে কাঁচা বাজারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়।
ডিসিসি কাঁচা ও পাকা মার্কেটে ৬ শতাধিক দোকান ছিল। আগুনে প্রায় আড়াইশ’ দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ১:২২:৪১ ৩২৩ বার পঠিত