শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭
টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ
Home Page » ক্রিকেট » টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশবঙ্গ-নিউজঃ ওয়ানডে সিরিজের মতো এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানে হেরেছেন মাশরাফি। উল্লাসরত কলিন মনরোর সামনে ম্লান রুবেল হোসেন। নিউজিল্যান্ড- বাংলাদেশ সিরিজের প্রতীকী রূপই যেনো তুলে ধরেছে এই ছবিটি।
ম্যাচে আগে ব্যাটিং করে ১৯৫ রানে পাহাড় গড়ে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে দুই রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। কোনো রান করতে পারেননি ইমরুল কায়েস।
লক্ষ্য অনেক বেশি হলেও বাংলাদেশ হেরেছে মূলত ব্যাটসম্যানদের টানা ব্যর্থতায়। টপঅর্ডার আরো একবার তেমন কিছুই করতে পারেনি। ইমরুল গেছেন শূন্য রানে। তামিম করতে পেরেছেন মোটে ১৩ রান। সাকিবের ব্যাট থেকে এসেছে মাত্র এক রান।
চতুর্থ উইকেট জুটিতে ৬৮ রান যোগ করে দলকে ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছিলেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। সৌম্য টানা ব্যর্থতা শেষে এ দিন ২৬ বলে ৩৯ রান করেন। তিনটি চারের সঙ্গে মারেন দুটি ছয়।
সাব্বির আউট হন ৪৮ রান করে। তিনটি করে চার ও ছয়ে এ রান করেন সাব্বির। তিনি খেলেন মোট ৩২ বল। এ দুজনের বিদায়ের পর ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তারপরও কিছু আশা ছিলো মাহমুদুল্লাহ ও মোসাদ্দেককে নিয়ে।
কিন্তু মোসাদ্দেক ফিরেন এক রান করে। মাহমুদুল্লাহ চেষ্টা করেছেন কিছু করতে। কিন্তু তার ব্যাট থেকে ১৯ রানের বেশি আসেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৮.১ ওভারে অলআউট হয় ১৪৮ রানে। তিন রানের মধ্যে পড়ে যায় শেষ চার উইকেট। ৪৭ রানে জিতে যায় কিউইরা। স্বাগতিকদের হয়ে তিন উইকেট নেন ইশ সোধি।
এর আগে কলিন মনরোর ঝড়ো সেঞ্চুরি এবং টম ব্রুসের হাফ সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে কিউইরা। কিউই ব্যাটসম্যানদের দাপটের মধ্যেও ৩০ রানে তিন উইকেট নেন রুবেল। টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারার বাংলাদেশের সামনে এখন আরো একটি হোয়াইটওয়াশের চোখরাঙানি।
বাংলাদেশ সময়: ১৭:২৭:১৩ ৩৮৩ বার পঠিত