শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭

শপথ গ্রহণের পর নারায়ণগঞ্জে ফিরেই গ্রেপ্তার কাউন্সিলর

Home Page » প্রথমপাতা » শপথ গ্রহণের পর নারায়ণগঞ্জে ফিরেই গ্রেপ্তার কাউন্সিলর
শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭



8.png বঙ্গ-নিউজঃ  দীর্ঘদিন পর বাংলাদেশে নির্বাচনী আবহ সৃষ্টি হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে। বহুল আলোচিত এই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী। মেয়র পদে বিএনপি প্রার্থী সাখাওয়াত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে না পারলেও কাউন্সিলর পদে বেশ ভালো করেছেন বিএনপি প্রার্থীরা। বিএনপির সমর্থন নিয়ে নাসিক নির্বাচনে কাউন্সিলর হওয়া এক প্রার্থী বৃহস্পতিবার শপথ নিয়ে এলাকায় ফিরে গিয়ে একটি কর্মসূচি থেকে গ্রেপ্তার হন।
৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাউন্সিলর হিসাবে শপথ গ্রহণ করেন সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। আজ শপথ শেষে বিকেলে নারায়ণগঞ্জ ফিরে একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন মাকসুদুল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, নারায়ণগঞ্জের ডিআইটি এলাকা থেকে মাকসুদুলকে গ্রেপ্তার করে পুলিশ। নবনির্বাচিত এই কাউন্সিলর বিকালে মহানগর যুবদলের হয়ে ডিআইটি এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ প্রথমে মিছিলে বাধা দেয়। এরপর যুবদল নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করে মিছিনটি ছত্রভঙ্গ করে দেয়। সেসময় ঘটনাস্থল থেকে কাউন্সিলর খোরশেদ ছাড়াও আরো ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাকি তিনজন হলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিব, আল আমিন এবং বাদশা মিয়া।

কাউন্সিলর মাকসুদুল আলম জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য তৈমুর আলম খন্দকারের ছোট ভাই। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান খান বলেন, ‘বিশৃঙ্খলা করার চেষ্টা করায় এবং জনগণের নিরাপত্তার স্বার্থে লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করা হয়। মিছিল থেকে কাউন্সিলর খন্দকার মোরশেদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ০:৩৭:১৬   ৫০১ বার পঠিত