
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০১৭
অজ্ঞান পার্টির খপ্পড়ে ৪০ হাজার টাকা হারাল কৃষক
Home Page » সারাদেশ » অজ্ঞান পার্টির খপ্পড়ে ৪০ হাজার টাকা হারাল কৃষক বঙ্গ-নিউজঃ বেলকুচি উপজেলার সোহাগপুর হাটে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক কৃষকের ৪০ হাজার টাকা খোয়া গেছে। সে উপজেলার বড়ধুল ইউপির ক্ষিদ্র চাপড়ি গ্রামের হাজী নবী সরকারের ছেলে। বুধবার বিকেলে তিনটার দিকে এ ঘটনা ঘটে। গুরুত্বর অবস্থায় ওই কৃষককে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
কৃষক রাজ্জাকের ভাই দুলাল হোসেন জানান, নিজ বাড়ীতে লালন-পালন করার জন্য সকালে ৪০ হাজার টাকা নিয়ে আব্দুর রাজ্জাক গরু কিনতে সোহাগাগপুর হাটে যান। এ সময় কয়েকজন অপরিচিত ব্যক্তি তাকে গরু দেখানোর কথা বলে হাটের পাশে নিয়ে যায়। কথা বার্তার একপর্যায়ে অজ্ঞানপার্টির সদস্যরা রাজ্জাককে একটি সিগারেট খেতে দেয়। সিগারেট খাবার পর সে অজ্ঞান হয়ে পড়লে তার কাছে থাকা ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকিল হামজা জানান, কি ধরনের নেশা খাওয়ানো হয়েছে তা জানা সম্ভব হয়নি। জ্ঞান ফেরেনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কিন্তু রোগীর স্বজনরা গরীব হওয়া তাকে নিয়ে যাচ্ছে না।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাদেশ সময়: ১৩:৩৩:২৩ ৪২৬ বার পঠিত