বুধবার, ৪ জানুয়ারী ২০১৭

বিদায়ী ভাষণের প্রস্তুতি নিচ্ছেন বারাক ওবামা

Home Page » এক্সক্লুসিভ » বিদায়ী ভাষণের প্রস্তুতি নিচ্ছেন বারাক ওবামা
বুধবার, ৪ জানুয়ারী ২০১৭



barack-obama-speech-pic.jpgবঙ্গ-নিউজঃ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফার মেয়াদ পূর্ণ করার খুব কাছে বারাক ওবামা। নিজের বিদায়ে দিনে ভাষণ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ওবামা। ১০ তারিখ নিজের শহর শিকাগোই বিদায়ী ভাষণ দিবেন তিনি।কদিন বাদেই বারাক ওবামার পর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের নির্বাচনে তিনি হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, বিদায়ী ভাষণকে বারাক ওবামা মার্কিন জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর সুযোগ হিসেবে দেখছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যত আমেরিকার কোন দিকে যাওয়া উচিত, তা নিয়ে নিজের কিছু বক্তব্য তুলে ধরবেন বলেও জানা গেছে।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে বারাক ওবামা হিলারির পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। ধারণা করা হচ্ছিলো, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হবেন হিলারিই। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি।

নির্বাচনী প্রচারণার সময় সরাসরি বারাক ওবামার বিভিন্ন নীতির সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে ধারণা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা পেয়ে বারাক ওবামার সময়ে গ্রহণ করা বহু নীতি বাতিল করে দিতে পারেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:৪১   ৩৩৪ বার পঠিত