বুধবার, ৪ জানুয়ারী ২০১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

Home Page » প্রথমপাতা » রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প
বুধবার, ৪ জানুয়ারী ২০১৭



full_1307824194_1430214552.jpgবঙ্গ-নিউজঃ মাত্র নয় ঘন্টার ব্যবধানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ৪৯ মিনিটের দিকে এই ভূমিকম্পটি অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের কালয় অঞ্চল থেকে ৫০ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৫.১।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টা নয় মিনিটের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিলো। যার উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরার কুমারঘাট থেকে ১৬ কিলোমিটার দূরে। আর রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.৫।

এদিকে, এখন পর্যন্ত বাংলাদেশের কোন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবরাখবর পাওয়া যায় নি। তবে প্রথমবারের ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশের শ্রীমঙ্গলে বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে ভবন হেলে যাওয়া সহ কমলগঞ্জ উপজেলার শতাধিক ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০:২১:৪২   ৩২৪ বার পঠিত