সোমবার, ২ জানুয়ারী ২০১৭
লিটন ও বজলুর রহমানের মৃত্যুতে মন্ত্রিসভার শোক
Home Page » সারাদেশ » লিটন ও বজলুর রহমানের মৃত্যুতে মন্ত্রিসভার শোকবঙ্গ-নিউজঃ সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ও আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রকাশ করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, মন্ত্রিসভা দুটি শোক প্রস্তাব গ্রহণ করেছে। একটি হলো দশম জাতীয় সংসদের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে এবং আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য লিটনকে তার সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামের নিজের বাড়ির বসার ঘরে ঢুকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। অপরদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমান রবিবার (১ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশ সময়: ১৬:২৪:২০ ২৮১ বার পঠিত