সোমবার, ২ জানুয়ারী ২০১৭
ককপিট থেকে মাতাল পাইলটকে গ্রেপ্তার
Home Page » প্রথমপাতা » ককপিট থেকে মাতাল পাইলটকে গ্রেপ্তারবঙ্গ-নিউজঃ আকণ্ঠ মদ্যপান করে বিমান চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন এক পাইলট। কিন্তু তার অস্বাভাবিক আচরণ এবং বিমান ছাড়ার একটু আগে ককপিটে উল্টে পড়ে যাওয়ার ফলে যাত্রীরা কর্তৃপক্ষকে খবর দেয়। পরে ওই পাইলটনকে ককপিট থেকে গ্রেপ্তার করা হয়।জানা গেছে, স্লোভাকিয়ান ওই পাইলট বৈধ মাত্রার চেয়েও তিনগুণ বেশি অ্যালকোহল গ্রহণ করেছিলেন। ফলে তিনি মাথা ঘুরে ককপিটে পড়ে যান।
জানা গেছে, সংশ্লিষ্ট বিমানটিতে ১০০ জনের বেশি যাত্রী ছিলেন। মাতাল পাইলট যদি শেষ পর্যন্ত ওই অবস্থাতেই বিমানটি চালানোর চেষ্টা করতেন, তবে ভয়াবহ ক্ষতি হতে পারতো। এয়ারলাইন কর্তৃপক্ষ মাতাল পাইলটকে দিয়ে আর কোনো ফ্লাইট পরিচালনা করাচ্ছে না।
জানা গেছে, মাতাল পাইলটকে গ্রেপ্তারের পর অন্য একজন পাইলট বিমানটি চালিয়ে যান এবং কোনো রকম সমস্যা ছাড়াই তিনি ঠিকঠাক জায়গায় পৌঁছে যান।
বাংলাদেশ সময়: ১৪:১৫:০৬ ২৯৭ বার পঠিত