রবিবার, ১ জানুয়ারী ২০১৭
নিরাপত্তার চাদরে রাজধানী ঢাকা, রাজপথে ১০ হাজার পুলিশ
Home Page » প্রথমপাতা » নিরাপত্তার চাদরে রাজধানী ঢাকা, রাজপথে ১০ হাজার পুলিশবঙ্গ-নিউজঃ ইংরেজি নতুন বছর ২০১৭ সালের প্রথম প্রহরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ঢাকা। রাজধানীতে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে ১০ হাজার পুলিশ। পাশাপাশি রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বসানো হয়েছে পুলিশ চেকপোষ্ট। পুলিশের দপ্তর থেকে বলা হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সদা জাগ্রত রয়েছে পুলিশ।বর্ষবরণের আগে শনিবার সন্ধ্যা থেকে শহরের রাস্তায় রাস্তায় টহল দেয়া শুরু করেছে পুলিশ। রোববার সকাল পর্যন্ত পুলিশের এই বাড়তি সতকর্তা অব্যহত থাকবে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছে, থার্টি ফার্স্ট নাইটে যেন অপ্রীতিকর ঘটনা বা জনগণের জানমালের ক্ষতি না হয় সেজন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
বাড়তি নিরাপত্তার পাশাপাশি রাজধানীর বিভিন্ন রাস্তা বা এলাকায় চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। রাজধানীতে আতসবাজি ও পটকা ফোটানোর ওপরেও বিধি-নিষেধ দেওয়া হয়েছে। জানা গেছে, গুলশানে সন্ত্রাসী হামলা এবং রাজধানী বিভিন্ন এলাকায় ‘জঙ্গি’দের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণেই বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রাত আটটার পর উন্মুক্ত স্থানে যেকোন ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
সন্ধ্যার পর পরিচয়পত্র ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গুলশান, বনানী, বারিধারাসহ যেসব এলাকায় বিদেশিরা বসবাস করেন পাশাপাশি বিভিন্ন দেশের দূতাবাসগুলোও নিরাপত্তা বেস্টনীর মধ্যে রাখা হয়েছে। এসব এলাকায় বসবাসকারীদের ৮টার মধ্যে নিজ গৃহে ফিরে আসার অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:৫১:১৩ ২৯৫ বার পঠিত