শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
পুতিন: মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করছি না
Home Page » প্রথমপাতা » পুতিন: মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করছি নাবঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রের ৩৫ কূটনীতিককে বহিষ্কার করার পরিকল্পনা বাদ দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র কর্তৃক রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কার করার জবাবে এই পদক্ষেপ নেয়ার কথা ছিলো দেশটির। তবে শেষ মুহুর্তে এই পরিকল্পনা নাকচ করে দেন রুশ প্রেসিডেন্ট পুতিন।এছাড়া যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ব্যবহৃত একটি গুদামও জব্দ করার কথা ছিলো মস্কোর। এই পরিকল্পনাও বাদ দেয়া হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভের পরামর্শেই যুক্তরাষ্ট্রের ৩৫ কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়ার কথা ছিলো রাশিয়ার। তবে সে সম্ভাবনা নাকচ করে দিয়ে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার অধিকার রাশিয়ার আছে। তবে কূটনীতিকে ‘ঘরের ঝগড়া’য় নামিয়ে আনার পক্ষপাতী রাশিয়া নয়।
তিনি আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ওবামাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আশা করি, মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির ফলে রুশ-মার্কিন সম্পর্ক আবারও জোরদার হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বহিস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বহিস্কৃত কূটনীতিকদের ৭২ ঘন্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে হস্তক্ষেপের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের খবর প্রকাশ হওয়ার পরই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়াকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। গতকাল তার বড় প্রতিফলন দেখা যায়।
৩৫ কূটনীতিককে বহিস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ও নিউইয়র্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত রাশিয়ার দুটি কার্যালয়ও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি।
গত ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় হ্যাকিংয়ের মাধ্যমে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করেছিল বলে অভিযোগ উঠেছিল। এছাড়া হ্যাকিংয়ের মাধ্যমে হিলারি ক্লিনটনের বেশ কিছু গোপন ই-মেইল ফাঁস হওয়ার সাথে রাশিয়া জড়িত ছিলো বলে অভিযোগ আনা হয়।
বাংলাদেশ সময়: ০:৫৬:১৫ ৪১৭ বার পঠিত