শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬

বিশ্বের উচ্চতম সেতু এখন চীনে

Home Page » এক্সক্লুসিভ » বিশ্বের উচ্চতম সেতু এখন চীনে
শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬



beipanajiyam-bridge-of-china.jpgবঙ্গ-নিউজঃ নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নানা ধরনের প্রযুক্তি পণ্য তৈরি করতে জুড়ি নেই চীনের। এবার বিশ্বের উচ্চতম সেতু তৈরি করে নতুন রেকর্ড গড়লো চীন। যা চীনের দুই প্রদেশকে সংযুক্ত করেছে।চীনের নতুন এই সেতুটির নাম বেইপানজিয়াং ব্রিজ। সেতুটি তৈরি হয়েছে চীনের সি দু নদীর ওপর। সেতুটির উচ্চতা ১৮৫৪ ফুট (৫৬৫ মিটার)। সেতুটি ইউনান ও গুইঝৌ প্রদেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ফলে এই দুই প্রদেশে যাতায়াতের সময় অর্ধেকের বেশি কমে গেছে। ৩০ জানুয়ারি শুক্রবার থেকে সেতুটি চালু হয়েছে।

জানা গেছে, সেতুটি তৈরি হওয়ার ফলে ইউনান থেকে গুইঝৌ যেতে ৪ ঘণ্টার জায়গায় সময় লাগছে মাত্র ১ ঘণ্টা। ব্রিজটি লম্বায় প্রায় ১৩৪১ মিটার। অত্যাধুনিক এই ব্রিজটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ১৪৪ বিলিয়ন ডলার। বিশ্লেষকরা বলছেন, ব্রিজটি তৈরির ফলে চীনের নির্মাণ প্রকৌশল কারিকুলাম অনন্য উচ্চতায় পৌছালো।

চীনে এই ধরনের উচ্চ সেতু অনেক আছে। বিশ্বের দীর্ঘতম ও উচ্চতম কাঁচের সেতুটিও চীনে অবস্থিত। এর আগে পৃথিবীর সর্বোচ্চ ব্রিজটি ছিল ফ্রান্সে।

বাংলাদেশ সময়: ০:৩৭:১৮   ৪৪২ বার পঠিত