শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬

জেএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা !

Home Page » বিবিধ » জেএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা !
শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬



মাগুরা প্রতিনিধি, বঙ্গ-নিউজঃ  মাগুরায় জেএসসি পরীক্ষায় ফেল করার ঘটনায় রীমা আক্তার (১৪) নামে এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার রাতে শালিখা উপজেলার গোয়াল খালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রীমা ওই গ্রামের শহীদ শিকদারের কন্যা। সে চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
শহীদ শিকদার জানান, রীমা বরাবরই লেখা পড়ায় ভালো ছিলো। এবার সে চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু এক বিষয়ে অকৃতকার্য হয়।
এরপর অভিমান করে রাতে শোয়ার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানান রীমার বাবা।
রীমার আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন শালিখা থানার ওসি মনিরুল হোসেন।

বাংলাদেশ সময়: ০:৪০:২৪   ৪৬৬ বার পঠিত