শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬

সিরিয়ার ঘোষিত হলো যুদ্ধবিরতি

Home Page » প্রথমপাতা » সিরিয়ার ঘোষিত হলো যুদ্ধবিরতি
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬



war-has-stopped-in-syria.jpgবঙ্গ-নিউজঃ পুরো সিরিয়াতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সে দেশটির সামরিক বাহিনী। স্থানীয় সময় ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে সিরিয়াতে যুদ্ধবিরতি শুরু হবে বলে জানা গেছে।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগে এমন কিছু হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় বিরোধীদের সঙ্গে সিরিয়া সরকারের একটি আলোচনা হবে।

ধারণা করা হচ্ছে, সেই আলোচনার জন্যই মূলত সিরিয়ায় অবস্থান করা সামরিক বাহিনীগুলো যুদ্ধ বিরতিতে গেছে। তবে আলোচনার জন্যই এই সিদ্ধান্ত, নাকি অন্য কোনো কারণ আছে, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

স্পষ্ট করে না বললেও আকারে ইঙ্গিতে বোঝা গেছে যে, আলোচনার জন্যই মূলত এই যুদ্ধবিরতি। সিরিয়ার সামরিক বাহিনী থেকে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, রাজনৈতিকভাবে সিরিয়ায় চলমান সঙ্কট নিরসনের চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টার অংশ হিসেবেই ঘোষণা করা হয়েছে এই যুদ্ধ বিরতি।

বাংলাদেশ সময়: ১৩:০৫:১৭   ৩৬২ বার পঠিত