শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুতার হাত আরো বাড়ালো জাপান

Home Page » প্রথমপাতা » যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুতার হাত আরো বাড়ালো জাপান
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬



barack-obama-and-shinzo-abe.jpgবঙ্গ-নিউজঃ মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জাপানের হিরোশিমা- নাগাসাকিতে পরমাণু হামলা করেছিলো যুক্তরাষ্ট্র। সাত মাস আগে জাপান সফরে গিয়ে সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এসেছিলেন বারাক ওবামা। এবার বন্ধুতার হাত বাড়ালো জাপানও।দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সেই পরমাণু হামলার চার বছর আগে যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে হামলা চালিয়েছিলো জাপান। যে হামলায় প্রাণ হারান আড়াই হাজার মার্কিন সেনা। মূলত সেই রাগ থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেমেছিলো মার্কিনিরা।

সেই ঘটনাও এখন সুদূর অতীত। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পার্ল হারবারে নিহত হওয়া সেনাদের শ্রদ্ধায় ফুল নিবেদন করেছেন শিনজে আবে। সেনাদের স্মৃতি স্মরণে আবের দেয়া ফুল গ্রহণ করেন বারাক ওবামা। যা মুহূর্তের জন্য মুগ্ধতায় বাকরুদ্ধ করে দিয়েছিলো ওবামাকে।

পার্ল হারবারে নিহত সেনাদের স্মরণ করে আবে বলেন, ‘আমরা আর কোনো যুদ্ধ চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ শান্তির সম্পর্ক চাই।’

পার্ল হারবারে নিহত সেনাদের স্মরণ করলেও ঘটনার জন্য ক্ষমা চাননি আবে। সাত মাস আগের জাপান সফরেও হিরোশিমা- নাগাসাকির জন্য কোনো ক্ষমা চাননি বারাক ওবামা।

বাংলাদেশ সময়: ০:৩৯:০০   ৩৮৪ বার পঠিত