বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬

জয়ললিতার উত্তরসূরি শশিকলা

Home Page » এক্সক্লুসিভ » জয়ললিতার উত্তরসূরি শশিকলা
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬



chennai-sasikala.jpgবঙ্গ-নিউজঃ গত ৫ ডিসেম্বর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা মৃত্যুবরণ করায় সারা দেশে শোকের ছায়া নেমে আসে। প্রশ্ন ওঠে, কে হবে তাঁর যোগ্য উত্তরসূরি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শশিকলাই হতে চলেছেন জয়ললিতার উত্তরসূরি।তামিলনাড়ুর ক্ষমতাসীন দল এআইএডিএমকে জয়ললিতার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বান্ধবী শশিকলাকে নেত্রী হিসেবে মেনে নিয়েছে। বৃহস্পতিবার বৈঠকে একটি প্রস্তাবের ভিত্তিতে শশিকলাকে নেত্রী হিসেবে গ্রহণ করেছে দলের সাধারণ কাউন্সিল।

জয়ললিতার মৃত্যুর পর থেকে তার বাড়িতেই থাকছেন চিন্নাম্মা হিসেবে পরিচিত শশিকলা। আগামী ২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দলপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। জয়ললিতার মৃত্যুর ২০ মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেছিলেন পনিরসেলভাম। তিনি শশিকলাকে নিয়ে মন্তব্য করে বলেছেন, ‘শশিকলার মধ্যে জয়ললিতাকে দেখা যায়।’

জানা যায়, জয়ললিতা ২০১১ সালে শশিকলা এবং তার স্বামী এম নটরাজনসহ ১৩ জনকে দল থেকে বহিষ্কার করেন। এরপর সর্বসম্মুখে ক্ষমা চাইলে ২০১২ সালে শুধু শশিকলাকে আবার দলে ফিরিয়ে নেন তিনি। কিন্তু এরপর তাকে আর কোন সরকারি পদ দেয়া হয়নি। কিন্তু আম্মার মৃত্যুর পর সেই শশিকলাকেই এখন দলপ্রধান করা হল।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৪৯   ৩৬৪ বার পঠিত