বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
রাশিয়ার বিমান বিধ্বস্ত: গুরুত্বপূর্ণ রেকর্ডার উদ্ধার
Home Page » প্রথমপাতা » রাশিয়ার বিমান বিধ্বস্ত: গুরুত্বপূর্ণ রেকর্ডার উদ্ধারবঙ্গ-নিউজঃ রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুত্বপূর্ণ একটি রেকর্ডার উদ্ধার করা হয়েছে। এতে থাকা তথ্য বিশ্লেষণ করে বিমানটি ধ্বংসের কারণ জানা যেতে পারে বলে মনে করছেন উদ্ধাকারীরা।রেকর্ডারটি উদ্ধার করার তা ইতোমধ্যে মস্কোর বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, উদ্ধারকারীরা আরো একটি রেকর্ডার চিহ্নিত করেছন। তবে তা এখনো উদ্ধার করা যায়নি।উদ্ধারকারীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ইতোমধ্যেই বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়া ১২জনের দেহ উদ্ধার করা হয়েছে। সঙ্গে উদ্ধার করা হয়েছে কয়েকজনের দেহের অংশবিশেষ।
রাশিয়া থেকে সিরিয়া উড়ে যাওয়ার পথে বিমানটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে একদল সঙ্গীতশিল্পী, গণমাধ্যমকর্মী ও সেনা ছিলেন। মোট ৯২ জনের বহর সিরিয়া যাচ্ছিলো সেখানে থাকা সেনাদের সঙ্গে বড় দিনের উৎসব করার জন্য।
কিন্তু যাওয়ার পথেই বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান তারা। রাশিয়ার অভ্যন্তরীণ মন্ত্রণালয় বলছে, এ ঘটনায় বিমানটিতে থাকা কেউ বেঁচে নেই। এ দিকে, যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, একই মডেলের অন্য বিমানগুলোর সব ধরনের ফ্লাইট বাতিল করেছে রাশিয়া সরকার।
বাংলাদেশ সময়: ২০:১৬:৪৬ ৩৪৯ বার পঠিত