মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
সুনামগঞ্জের ৩ বন্দর দিয়ে কয়লা আমদানি বন্ধ
Home Page » সারাদেশ » সুনামগঞ্জের ৩ বন্দর দিয়ে কয়লা আমদানি বন্ধবঙ্গ-নিউজঃ সুনামগঞ্জের তিন শুল্কবন্দর বড়ছড়া-চারাগাও-বাগলী দিয়ে কয়লা আমদানি কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে টানা ১৩ দিন বন্ধ থাকবে এই তিন বন্দরের কার্যক্রম।তবে আমদানিকারকরা জানিয়েছেন দেশের অভ্যন্তরে আমদানিকৃত কয়লা নৌ-পথে পরিবহনের মাধ্যমে বিভিন্ন প্রান্তে যাবে ।
বড়ছড়া কাস্টমস রেভিনিউ এর কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী ভারতীয় কাস্টমস অফিস সূত্রের বরাত দিয়ে জানান, বড়দিন ও ইংরেজি নববর্ষের কারণে শুক্রবার থেকে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এই তিন বন্দরে আমদানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এরপর যথারীতি বন্দরগুলো দিয়ে আমদানি কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৫:৪০:৩৭ ২৮৩ বার পঠিত