মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের বদলে সোহান?
Home Page » ক্রিকেট » দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের বদলে সোহান?বঙ্গ-নিউজঃ হ্যামস্ট্রিংয়ের চোট ঠিক হতে অন্তত দুই তিন সপ্তাহ সময়ের প্রয়োজন পড়ে। মুশফিকুর রহিমের চোটের মাত্রা ততোটাই কিনা, তা অবশ্য এখনো নিশ্চিত নয়। নিশ্চিত নয় মুশফিকের দ্বিতীয় ওয়ানডে খেলাও। শেষ পর্যন্ত মুশফিক যদি দ্বিতীয় ওয়ানডে না খেলতে পারেন তবে নুরুল হাসান সোহান ঢুকে যেতে পারেন মূল একাদশে। কারণ দলে সোহান ছাড়া আর কোনো উইকেটরক্ষকই নেই.সিরিজের প্রথম ম্যাচে ৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ হেরে যায় ৭৭ রানে। ৩৯তম ওভারে মুশফিক ৪২ রান করে আহত অবস্থায় মাঠ ছাড়েন। তিনি যদি শেষ পর্যন্ত খেলতে পারতেন, তবে হয়তো ম্যাচে আরো সম্মানজনক পরিণতি হতো বাংলাদেশের।
সেটা না হওয়ায় অবশ্য মুশফিকের দুর্ভাগ্যকে দায় দিয়ে লাভ নেই। বাউন্সি উইকেটে বাংলাদেশের অনভ্যস্ততাই ছিলো হারের মূল কারণ। এখন তাই ওই ম্যাচ নিয়ে আর নয়, বরং দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চিন্তায় মশগুল মাশরাফিরা। সেখানেই আসছে মুশফিকের বিকল্প কে হবেন, তা নিয়ে চিন্তা- ভাবনা।
নুরুল হাসান সোহান এখন পর্যন্ত কোনো ওয়ানডে খেলেননি। তবে জাতীয় দলের জার্সি গায়ে ছয়টি টি-টোয়েন্টি খেলা হয়ে গেছে তার।
সোহান লিস্ট-এ খেলেছেন ৫০টি। তাতে ৪৭ ইনিংসে ২৫.৬৫ গড়ে করেছেন ১৪২৫ রান। সেঞ্চুরি আছে একটি এবং হাফ সেঞ্চুরি আছে তিনটি। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ঘরোয়া ক্রিকেটে যথেষ্টই চাহিদা সম্পন্ন তিনি। যদিও জাতীয় দলের হয়ে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি সোহান। অবশ্য সুবিধামতো সুযোগও এখনো পাননি তিনি।
বাংলাদেশ সময়: ১২:১০:২২ ৩১৯ বার পঠিত