মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
হিন্দু দম্পতিদের ১০টি করে সন্তান নেয়া উচিত
Home Page » এক্সক্লুসিভ » হিন্দু দম্পতিদের ১০টি করে সন্তান নেয়া উচিতবঙ্গ-নিউজঃ হিন্দু দম্পতিদেরকে অন্তত দশটি করে সন্তান গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ভারতের সুপরিচিত হিন্দু সন্ন্যাসী বাসুদেবানন্দ সরস্বতী। দেশটির নাগপুরে রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সঙ্ঘ (আরএসএস) আয়োজিত এক সভায় তিনি এ আহান জানান।ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যে ‘দুই সন্তান নীতি’ চালু আছে তা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে এই সন্ন্যাসী বলেন, সন্তানের লালন-পালন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কারণ ঈশ্বর নিজেই এদের লালন-পালন করবেন।
এই সময় ভারতে সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের জনসংখ্যা কমে যাওয়া রোধ করতে বাসুদেবানন্দ সরস্বতী বলেন, প্রত্যেক হিন্দু মায়ের অন্তত দশটি করে সন্তানের জন্ম দেওয়া উচিত। নইলে ধীরে ধীরে হিন্দু ধর্মের প্রভাব হ্রাস পেতে থাকবে।
এদিকে জনসভার আয়োজক আরএসএস-ও দীর্ঘদিন থেকে ভারতে হিন্দুদের আনুপাতিক জনসংখ্যা কমে আসছে বলে সতর্ক করে আসছে। বাসুদেবানন্দের কথায় তাদের ইচ্ছারই প্রতিফলন ঘটলো।
বাসুদেবানন্দ এই আহ্বান জানানোর সময় সেখানে আরএসএসের প্রধান মোহন ভাগবত, বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীন টোগাডিয়া, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ, আসামের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০:৫১:১৫ ৩৫৭ বার পঠিত