সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ১১ কেজি স্বর্ণ উদ্ধার
Home Page » জাতীয় » শাহজালাল বিমানবন্দরে সাড়ে ১১ কেজি স্বর্ণ উদ্ধারবঙ্গ-নিউজঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১১ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। আজ সোমবার সকালে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।এই বিষয়টি নিশ্চিত করে কাস্টম হাউজের সহজারী পরিচালক এইচ এম আহসান কবির বলেছেন, কাতারের দোহা থেকে ছেড়ে আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট বেলা ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে। গোপন খবরের ভিত্তিতে ওই বিমানে তল্লাশি চালিয়ে ১০০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আহসান কবির বলেন, একটি আসনের নিচে কৌশলে লুকিয়ে রাখা হয় স্বর্ণের বারগুলো। ১০০টি স্বর্ণের বারের ওজন ১১ কেজি ৬০০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ছয় কোটি টাকা।
স্বর্ণের এতো বড় চালান পাচারে কারা জড়িত তা জানা যায়নি। উদ্ধারের সময় বা পরে কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ। তবে এই বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়ছেন আহসান কবির।
বাংলাদেশ সময়: ২০:২৭:৩০ ৩০১ বার পঠিত