সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান
Home Page » খেলা » বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানবঙ্গ-নিউজঃ সেঞ্চুরি করার পথে ল্যাথামের একটি শটনিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এখন কিউইদের গড়া রানের পাহাড়ের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ! যে কিউই দল বাংলাদেশে গিয়ে হোয়াইটওয়াশ হয়েছিল, সে দল বাংলাদেশের বিপক্ষে এবার সর্বোচ্চ ৩৪১ রান করল ক্রাইস্টচার্চে। এর আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে কিউইদের সর্বোচ্চ রান ছিল ৩৩৬, নেপিয়ারে। ২০০৯ সালে। এবার ক্রাইস্টচার্চ, নেলসনের পর সেই নেপিয়ারেই আবার খেলতে যাচ্ছে বাংলাদেশ। সোমবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের রানের পাহাড় টপকাতে বাংলাদেশকে গড়তে হবে রেকর্ড।
বাংলাদেশের বিপক্ষে এটাই নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ১৯৯০ সালে শারজায় দুই দলের প্রথম দেখায় কিউইরা ৪ উইকেটে করেছিল ৩৩৮। সোমবার নিজেদের আগের রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়ল স্বাগতিকরা।
বাংলাদেশের বিপক্ষে ব্ল্যাক ক্যাপরা মোট ৫বার তিনশো প্লাস রান তুলতে সক্ষম হয়েছে। এর মধ্যে ফতুল্লাতে অনুষ্ঠিত একটি ম্যাচে কিউইদের ৩০৭ রানের জবাবে বাংলাদেশ ৩০৯ রান তুলে ম্যাচ জেতে।
টাইগারদের বিপক্ষে কিউইদের সেরা ৬ ইনিংস
বাংলাদেশ সময়: ১২:৩৫:৫৪ ২৮৪ বার পঠিত