সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
এতো রান আগে কখনোই দেননি মোস্তাফিজ
Home Page » ক্রিকেট » এতো রান আগে কখনোই দেননি মোস্তাফিজবঙ্গ-নিউজঃ ১০ ওভারে ৬২ রান খরচ করে দুই উইকেট। প্রতিপক্ষ করে ফেলেছে ৩৪১ রান। এরপর বোলিংয়ের এই বিশ্লেষণ হয়তো খুব বেশি অবাক হওয়ার মতো নয়। কিন্তু যখন জানবেন বোলারটির নাম মোস্তাফিজুর রহমান, তখন তো একটু অবাক লাগবেই!নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগে মোস্তাফিজ খেলেছেন মোট নয়টি ওয়ানডে। তার মধ্যে কোনোটিতেই এতো রান দেননি তিনি। এবারই প্রথম ওয়ানডেতে ৬০ বা এর বেশি রান খরচ হয়ে গেলো ‘মিস্টার কাটারের’ হাত থেকে। এতোদিন নিজের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৫৭ রান দেয়াই তার সবচেয়ে খরুচে বোলিং হয়ে ছিলো।
অথচ আজ মার্টিন গাপটিলকে স্লোয়ারে বোকা বানানোর পর অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন মোস্তাফিজ। দীর্ঘ ইনজুরির ধকল কাটিয়ে শুরুটা একটু অস্বস্তিপূর্ণ হলেও, গাপটিলের উইকেট নিয়ে সেটা ঠিকই কাটিয়ে উঠেছিলেন তিনি।
কিন্তু মাঝের দিকে এলোমেলো হয়ে গেলেন মোস্তাফিজ। তবে কি ইনজুরির ধকলটাই ভোগালো তাকে? হতে পারে সেটাই।
এই নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে মাত্র একটা ম্যাচই খেলেছেন মোস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় অনুষ্ঠিত সে ম্যাচে গুনে গুনে কিউইদের পাঁচ উইকেট নেন তিনি। খরচ করেন মোটে ২২ রান। যা ওই আসরের সেরা বোলিংয়ের রেকর্ড।
মোস্তাফিজ অবশ্য নিজেকে সান্ত্বনা দিতে পারেন এই তথ্য জেনে যে, হেগলি ওভাল প্রথাগতভাবে ব্যাটসম্যানদের দিকেই বাড়িয়ে রাখে বন্ধুতার হাত। সে হিসেবে তার একটু বেশি খরুচে হয়ে যাওয়া তেমন দোষের কিছু না।
এ ছাড়া এই প্রথমবার নিউজিল্যান্ডে খেলতে নামলেন তিনি। যা দেশের বাইরে তার প্রথম ওয়ানডে ম্যাচ। অচেনা ও বিরুদ্ধ কন্ডিশন এবং প্রথমবার বিদেশের মাটিতে প্রবল প্রতাপশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামা; এই ব্যাপারগুলো বিবেচনা করলে মোস্তাফিজের ‘খরুচে’ হয়ে উঠাটা আসলে চোখেই পড়ছে না!
বাংলাদেশ সময়: ১১:৫১:৪৪ ৩৩৩ বার পঠিত