সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
ভয়াবহ বিস্ফোরণে পুড়ছে ইসরায়েলের তেল শোধনাগার
Home Page » প্রথমপাতা » ভয়াবহ বিস্ফোরণে পুড়ছে ইসরায়েলের তেল শোধনাগারবঙ্গ-নিউজঃ ইসরায়েলের হাইফা নগরীতে বাজান কোম্পানির মালিকানাধীন একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পরপরই শোধনাগারটিতে বড় রকমের অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।ইতোমধ্যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে হাইফা ফায়ার সার্ভিসের মুখপাত্র ইয়োরাম লেভি। তিনি জানান, আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে।
এদিকে দেশটির গণমাধ্যম আশঙ্কা করে জানিয়েছে, তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনায় সেখানে অবস্থিত অন্য তেলের ট্যাংকিগুলোতে আগুন লেগে যেতে পারে। আর এটা হলে এটি সবচেয়ে মারাত্মক ঘটনা। অন্য ট্যাংকিগুলোতে মানব স্বাস্থ্যের জন্য বিপদজনক অনেক উপাদান রয়েছে।
তবে লেভি জানিয়েছেন, আগুনের লেলিহান শিখাকে কোনোভাবেই দমানো যাচ্ছে না। এটি আরো ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আগুনের ভয়াবহতার কথা চিন্তা করে ইতোমধ্যেই ওই এলাকার সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
ঠিক কী কারণে আগুন লেগেছে সে ব্যাপারে এখনও নিশ্চিত নন ইয়োরাম লেভি। তিনি বলেন, আগুন লাগার সূত্রপাত সম্পর্কে এখনও কোনো ধারনা আমরা পাইনি।
বাংলাদেশ সময়: ১:১২:৪৫ ৩৩৭ বার পঠিত