রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘকে হুঁশিয়ার করলেন ট্রাম্প
Home Page » প্রথমপাতা » ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘকে হুঁশিয়ার করলেন ট্রাম্পবঙ্গ-নিউজঃ মুসলিম বিরোধী নানা ধরনের মন্তব্য করে নির্বাচনে জয়ী হওয়ার আগে থেকেই আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে পাশ হওয়া একটি বিলের বিরোধিতা করলেন। জাতিসংঘকে এ বিষয়ে হুঁশিয়ারও করেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘শপথ নেয়ার পর থেকে জাতিসংঘের বিষয়গুলো অন্যরকম হবে।’
ফিলিস্তিনের ভূখণ্ডে দখলদার ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের দাবি জানিয়ে গত শুক্রবার মিশর একটি বিল উপস্থাপন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। সভায় ঐতিহাসিক এই রেজ্যুলেশন পাস করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ফিলিস্তিনে ইসরায়েলের এসব বসতি স্থাপনকে বেআইনি ঘোষণা করা হয় এবং অতি দ্রুত নির্মাণ কাজ বন্ধের দাবি করা হয়। ট্রাম্প এই বিল পাশের বিরোধিতা করেছেন।
জাতিসংঘে ঐতিহাসিক এই প্রস্তাব পাসের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ট্রাম্প টুইট করেন, ‘২০ জানুয়ারির পর থেকে জাতিসংঘের বিষয়গুলো অন্যরকম হবে।’ উল্লেখ্য ২০১৭ সালের ২০ জানুয়ারী যুক্তরাষ্ট্রে ৪৫তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে যাচ্ছে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প।
জানা গেছে, নিরাপত্তা পরিষদে এই বিলে ভোটদানে বিরত থাকলেও প্রস্তাবের সব বক্তব্যের সঙ্গে একমত নয় যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, ‘আমরা ভেটো দেইনি, কারণ সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র যে ‘দুইদেশ নীতি’তে বিশ্বাস করে প্রস্তাবটি তার সাথে সঙ্গতিপূর্ণ।
প্রস্তাবটি পাশ হলেও শর্ত মানবে না বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, এই প্রস্তাবের কার্যক্রম বন্ধ করতে তারা ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের আশা করছেন।
এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইসরায়েলের অবৈধ ঘরবাড়ি নির্মাণ বন্ধের দাবির প্রস্তাব পাসের ঘটনার ভূয়সী প্রশংসা করেছেন ফিলিস্তিনের নেতারা। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেছেন, জাতিসংঘে ইসরায়েল বিরোধী প্রস্তাব পাস নি:সন্দেহে ফিলিস্তিনের সাধারণ জনগণের বিজয়।’
এছাড়াও জাতিসংঘ নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ আগ্রাসনের কথা গোটা বিশ্ব জানে। জাতিসংঘের এই প্রস্তাব ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখবে।’ ফিলিস্তিন সরকারের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ বলেছেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিল পাশের অর্থ হলো ইসরায়েলের নীতির বড় ধরনের বিপর্যয়।’
১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। ফিলিস্তিনিরা পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে চায়। ইসরায়েল আরব যুদ্ধের পর থেকে পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। তারা পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে দাবী করলেও আন্তর্জাতিকভাবে এ ধরণের কোন স্বীকৃতি দেয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১০:৩৫:২৩ ২৮৪ বার পঠিত