শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬

ভারতকে হুঁশিয়ার করলো চীনা দৈনিক গ্লোবাল টাইমস

Home Page » প্রথমপাতা » ভারতকে হুঁশিয়ার করলো চীনা দৈনিক গ্লোবাল টাইমস
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬



india-china-border.jpgবঙ্গ-নিউজঃ গত মাসে চীনা প্রতিবাদ উপেক্ষা করে দালাই লামাকে আশ্রয় দিয়েছিল মঙ্গোলিয়া। এরপরই দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং। এবার সেই মঙ্গোলিয়াকে নয়াদিল্লি একশ কোটি ডলার সমপরিমাণ সহযোগিতা মঞ্জুর করায় ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়েছে চীন।সম্প্রতি চীনের রাষ্ট্র পরিচালিত দৈনিক গ্লোবাল টাইমস ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ভারতকে ‘অবাধ্য’র মতো আচরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যে কোন স্পর্শকাতর বিষয়ে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আগে যুক্তরাষ্ট্রও সতর্ক থাকে। কিন্তু কোনরকম চিন্তাভাবনা ছাড়াই ভারত কিভাবে এতো বড় একটি পদক্ষেপ নিল তা গবেষণার ব্যাপার।

একই সঙ্গে বেইজিংয়ের ‘এক চীন নীতি’কে চ্যালেঞ্জ করায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি যে আচরন করা হয়েছে, তা থেকে ভারতকে শিক্ষা নিতে বলা হয়েছে এই প্রতিবেদনে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন সমুদ্রড্রোন আটকের ঘটনার ইঙ্গিত দিয়ে এই মন্তব্য করা হয়েছে।

ভারতের অদূরদর্শী নীতি রয়েছে উল্লেখ করে এই প্রতিবেদনে আরো বলা হয়, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এই ‘অহংকার’ থেকে মাঝে মাঝে ‘অবাধ্য’র মতো আচরণ করে দেশটি। এই ধরণের আচরণ থেকে বিরত থাকলে ভারতের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে

বাংলাদেশ সময়: ২২:৩৩:৪৮   ৩৪৪ বার পঠিত