শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
ফলাফল খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির
Home Page » প্রথমপাতা » ফলাফল খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপিরবঙ্গ-নিউজঃ ধানের শীষের প্রার্থীর কারচুপির অভিযোগ আমলে নিয়ে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল খতিয়ে দেখার জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, নাসিক নির্বাচনে বাহ্যিকভাবে সুষ্ঠু নির্বাচনের বাতাবরণ সৃষ্টি করে ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এতে সত্যিকারে গণরায়ের প্রতিফলন ঘটলে আমরা তাকে শুভেচ্ছা জানাবো। তবে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কারচুপির অভিযোগকে উড়িয়ে দেওয়া যায় না।
সুতরাং ধানের শীষের প্রার্থীর কারচুপির অভিযোগ আমলে নিয়ে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল খতিয়ে দেখার জন্য বিএনপির পক্ষ থেকে আমি বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫:২৪:৪৩ ৩৬৯ বার পঠিত