বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬
ফয়সাল হাবিব সানি’র কবিতা `রুপোলি রোদের সাঁতার’
Home Page » সাহিত্য » ফয়সাল হাবিব সানি’র কবিতা `রুপোলি রোদের সাঁতার’ বঙ্গনিউজঃ রুপোলি রোদ সোনালি মাছ হয়ে সাঁতার কাটছে খালে-বিলে, হাওড়ে-বাওড়ে, পুকুরে, নদীতে, সমুদ্রে, সৈকতে।
আমার চোখে এসে সে বিজলির মতো উঁকি দেয়, বৃক্ষলতায় শিশুর মতো হাঁসে, শিশিরের বুকে যেনো পূর্ণ যৌবন নিয়ে আসে।
আমার যদি কখনো পুনর্জন্ম হয়, তবে আমি রুপোলি রোদ হয়ে আসব পৃথিবীর গর্ভে—
তোমাদের উত্তপ্ত পৃথিবীতে আমি বড়ো তৃষ্ণার্ত! রুপোলি রোদ হয়ে এসে আমি সাঁতার কাটব খালে-বিলে, হাওড়ে-বাওড়ে, পুকুরে, নদীতে, সমুদ্রে এবং সৈকতে।
জলে স্নান করে সিক্ত করব আমার বহুদিনের লালিত উষ্ণ তনু;
সেই সাথে আমার পিপাসাও ঘুচাব আমি।
তবে সেদিন, আমি রুপোলি রোদ হয়ে ঝলকাব পৃথিবীতে অকস্মাৎ শতাব্দীর বুকে পোষা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে!
ফয়সাল হাবিব সানি
তরুণ কবি ও সাহিত্যিক, বাংলাদেশ।
`অমর একুশে গ্রন্থমেলা-২০১৬’- তে প্রকাশিত `দাবানল’ কাব্যগ্রন্থের রচয়িতা
বাংলাদেশ সময়: ২২:৪৬:৩৭ ৩৮৫ বার পঠিত