বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬

অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির

Home Page » জাতীয় » অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬



 বঙ্গ-নিউজঃ  19.jpgসংসদপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নীতিমালা অনুযায়ী বালুমহালগুলো দ্রুত ইজারা দেওয়ার কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মো. মকবুল হোসেন, শামসুল আলম দুদু, গাজী ম ম আমজাদ হোসেন মিলন, জাহান আরা বেগম সুরমা অংশ নেন।

বৈঠকে দেশের জেলা শহর ও নদী বন্দরগুলো নদীগুলোর সীমানা চিহ্নিত করে দ্রুত অবৈধ দখলমুক্ত করতে ভূমি মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া নদীগুলোর নাব্যতা বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে।

বৈঠকে জেলা/উপজেলা জলমহাল ও বালুমহাল ইজারা কমিটির সভায় স্থানীয় সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার সুপারিশ করা হয়।

কমিটি সারাদেশে কী পরিমাণ খাস জমি আছে তার প্রকৃত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপন এবং প্রকৃত ভূমিহীনদের মাঝে সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়ার সুপারিশ করে।

বাংলাদেশ সময়: ২০:৩০:৫৯   ৩৩৪ বার পঠিত