বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬
সাখাওয়াত: নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নিবো
Home Page » প্রথমপাতা » সাখাওয়াত: নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নিবোবঙ্গ-নিউজঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের দিন সকালে নিজের ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খান। ভোট দেয়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হয়, তবে যে কোনো ফলাফল মেনে নিবো।’নির্বাচনের মাঝপথ থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছে নেই বলেও মন্তব্য করেন তিনি। সাখাওয়াত খান বলেন, ‘আশা করছি সরকার এমন কিছু করবে না, যাতে নির্বাচন থেকে সরে যেতে হয়। আপাতত মাঝপথে নির্বাচন থেকে সরে যাওয়ার ইচ্ছে নেই।’
সকাল সোয়া আটটার দিকে নারায়ণগঞ্জ সদরের জামতলার আদর্শ স্কুল কেন্দ্রে নিজের ভোট দেন সাখাওয়াত হোসেন খান। এরপরই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন নিয়ে কথা বলেন। এর আগে তিনি বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি জিতবেনই।
আজ সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় পাঁচ লাখ ভোটার। ১৭৪টি কেন্দ্রের মোট এক হাজার ৩০৪টি ভোটকক্ষের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশন কর্তৃক সবগুলো কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে ঘোষণা দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী সাখাওয়াত হোসেন খান ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর মধ্যে।
বাংলাদেশ সময়: ১০:২৩:৩২ ৩০৬ বার পঠিত