বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
শাবির হলে বোমা-অস্ত্র উদ্ধার, বন্ধ ঘোষণা
Home Page » প্রথমপাতা » শাবির হলে বোমা-অস্ত্র উদ্ধার, বন্ধ ঘোষণাবঙ্গ-নিউজঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পুলিশ তল্লাসি চালিয়ে হল থেকে দেশীয় অস্ত্র, হাতবোমা, গুলি, লোহার রড, ইয়াবা বড়ি ও মদ উদ্ধার করেছে বলে জানা যায়। উত্তেজনাকর পরিস্থিতির কারণে ১০ দিনের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।মঙ্গলবার সন্ধ্যায় এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাতে ছাত্রদের হল ত্যাগ করার দির্দেশ দেয় কর্তপক্ষ। সেই অনুসারে আজ বুধবার সকাল ১০টা নাগাদ হল ত্যাগ করেন সকল ছাত্র। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য তিনটি হল বরাদ্দ রয়েছে-বঙ্গবন্ধু হল, শাহ পরান হল ও সৈয়দ মুজতরা আলী হল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সি নাসের ইবনে আফজাল। ঘটনার বিষয়ে তিনি বলেছেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলায় ১০ দিনের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।’
বাংলাদেশ সময়: ২১:৫৪:২৩ ৩০৪ বার পঠিত