মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প
Home Page » এক্সক্লুসিভ » চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্পবঙ্গ-নিউজঃ নির্বাচনে জিতলেও ইলেকটোরাল কলেজ ভোটের চূড়ান্ত জয় দরকার ছিলো ডোনাল্ড ট্রাম্পের। সেটা না হলে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সুযোগই থাকতো না তার। সেই বিপদে আর পড়তে হয়নি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্তভাবেই জয়ী হলেন তিনি। ইলেকটোরাল ভোটে জিতে গেছেন ট্রাম্প।গত ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের ভোটে হিলারি ক্লিনটনের কাছে হারলেও ইলেকটোরাল ভোট বেশি পেয়ে অনেকটা অপ্রত্যাশিতভাবে নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। তার ছয় সপ্তাহ পর গতকাল ট্রাম্পকে অনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হবে কিনা তা নির্ধারনের জন্য ইলেকটোরাল কলেজ ভোটের আয়োজন করা হয়। এতেও জিতলেন তিনি।
ইলেকটোরাল কলেজ ভোটে ৫০টি অঙ্গরাজ্যে এবং ডিস্ট্রিক্ট অব কাম্বিয়ায় ৫৩৮ জন ইলেকটর বা নির্বাচক বসেন।
এদিকে, ট্রাম্পকে সমর্থন না দিতে নাকি ইলেকটরদের কাছে ই-মেইল পাঠানো হয়েছিল এবং ফোন করা হয়েছিল। বিবিসির খবরে এমনটাই উল্লেখ করা হয়েছে। কিন্তু এতে ট্রাম্পের বিজয় আটকানো যায়নি।
ইলেকটোরাল কলেজ ভোটে জয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প মন্তব্য করেছেন, তিনি সকল মার্কিনির প্রেসিডেন্ট হতে চান। পাশাপাশি দেশকে ঐক্যবদ্ধ করতে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান ট্রাম্প।
বাংলাদেশ সময়: ১৪:৪৩:৪৬ ৩৪৭ বার পঠিত