মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
তুরস্কে আততায়ীর গুলিতে রাশিয়ান রাষ্ট্রদূতের মৃত্যু
Home Page » প্রথমপাতা » তুরস্কে আততায়ীর গুলিতে রাশিয়ান রাষ্ট্রদূতের মৃত্যুবঙ্গ-নিউজঃ তুরস্কের এক আর্ট গ্যালারিতে হামলার শিকার হয়ে মারা গেছেন সে দেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভ। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। পরে হামলাকারীও পুলিশের গুলিতে মারা যান। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী পুলিশেরই এক সদস্য। তবে ঘটনার সময় তিনি ডিউটিরত ছিলেন না।আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনের সময়ই মূলত হামলার শিকার হন কার্লোভ। তাকে খুব কাছে থেকে গুলি করা হয়। ঘটনার পরপরই দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করা হয়েছে।
তুরস্কের সংবাদ মাধ্যমগুলো বলছে, আর্ট গ্যালারির চিত্র প্রদর্শনীর এক পর্যায়ে বক্তব্য দিচ্ছিলেন আন্দ্রে কার্লোভ। এ সময় স্যুট- টাই পরা এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে এলোমেলো গুলি করতে থাকে।
সংবাদ মাধ্যমগুলো বলছে, হামলার সময় হামলাকারী বারবার বলছিলো, ‘আলেপ্পোকে ভুলে যেয়ো না, সিরিয়াকে ভুলে যেয়ো না।’ জানা গেছে কার্লোভকে হত্যাকারীর নাম মেভলুট মেরট আলেন্টিস।
ঘটনার পরপরই তুর্কি প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান দ্রুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে কথা বলেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে রাশিয়া ও তুরস্ক পুরো ব্যাপারটিকে মোকাবেলা করছে কোনো রকম উত্তেজনা না ছড়িয়ে।
বাংলাদেশ সময়: ১০:৪৮:২৩ ৩২৭ বার পঠিত