সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬

২২ মাস পর জামিনে মুক্ত মাহমুদুর রহমান মান্না

Home Page » মুক্তমত » ২২ মাস পর জামিনে মুক্ত মাহমুদুর রহমান মান্না
সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬



mahmudur-rahman-manna.jpgবঙ্গ-নিউজঃ দীর্ঘ ২২ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। রোববার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।মাহমুদুর রহমান মান্নার জামিনে মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির।

এছাড়া কারা অধিদফতরের অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইকবাল হাসান জানান, কারাগারে আদালতের জামিনের আদেশ পৌঁছার পর তাকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

গত বছরের ২৩ ফেব্রুয়ারি মাহমুদুর রহমান মান্নাকে তার বনানীর বাসা থেকে তুলে নেয় পুলিশ এবং পরদিন ২৪ ফেব্রুয়ারি তাকে গুলশান থানায় গ্রেপ্তার দেখানো হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে অভ্যুত্থানে প্ররোচণা দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ৯:১২:১৯   ৩৮২ বার পঠিত