রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬

চীন , যুক্তরাষ্ট্রের আটক ড্রোন ফেরত দিবে

Home Page » এক্সক্লুসিভ » চীন , যুক্তরাষ্ট্রের আটক ড্রোন ফেরত দিবে
রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬



china-agree-to-return-drone-of-usa.jpgবঙ্গ-নিউজঃ দক্ষিণ চীন সাগর থেকে দুদিন আগে যুক্তরাষ্ট্রের একটি ডুবন্ত ড্রেন আটক করছিলো চীন। এবার তারা সেটা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের একটি চুক্তি হয়েছে বলে জানা গেছে।যুক্তরাষ্ট্র বলছে, তাদের ড্রোনটি সাগর বিজ্ঞান বিষয়ক গবেষণার কাজে নিয়োজিত ছিলো। এর মধ্যেই সেটি চীনা নৌবাহিনীর দৃষ্টিতে পড়ে এবং আটক হয়।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট টুইটারে বলেন, ‘চীন আমাদের ড্রোন চুরি করেছে। এটি নজিরবিহীন ঘটনা। যুক্তরাষ্ট্রের উচিত চীন বলা যে, আমরা ড্রোন চাই না। তোমরা এটা রেখে দাও।’

এ সময় ডোনাল্ড ট্রাম্প তাদের ড্রোন আটকের ঘটনাকে নজিরবিহীন বলে আখ্যায়িত করেন। এ দিকে চীন আগে থেকেই বলে আসছে যে, ড্রোনটি আটকের পর তারা চীনের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করে রক্ষা করে চলেছে।

চীন এখন ড্রোনটি ফেরত দিতে চাইলেও এ ঘটনায় দুই দেশের সম্পর্ক একটু হলেও নতুন করে তিক্ত হলো। মার্কিন নৌবাহিনীও এখন নিশ্চয় উৎ পেতে থাকবে চীনা নৌবাহিনীকে একটা জবাব দেয়ার জন্য।

বাংলাদেশ সময়: ১৬:০৬:২২   ৩৫৩ বার পঠিত