রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬

ইন্দোনিশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৩

Home Page » প্রথমপাতা » ইন্দোনিশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৩
রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬



aircraft-crash-in-indonesia-13-died.jpgবঙ্গ-নিউজঃ ইন্দোনেশিয়ার পাপুয়া নামক এক প্রত্যন্ত অঞ্চলে দেশটির বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি সে দেশের বিমান বাহিনীর পরিবহনের কাজে ব্যবহৃত হতো। বিমানে থাকা ১৩ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন।বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধারের কাজে থাকা এক কর্মকর্তা জানান, বিমানটি যাত্রাস্থলের খুব কাছেই পৌঁছে গিয়েছিলো। এর মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাহাড়ে ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই সব আরোহী মারা যান।

জানা গেছে, এ ধরনের বিমান ইন্দোনেশিয়ার বিমানবাহিনী শুধুমাত্র পণ্য ও অন্য যে কোনো জরুরি প্রয়োজনে ব্যবহার করতো। যে সব জায়গায় গাড়ি চলাচলের সুবিধা নেই, শুধুমাত্র সে সব জায়গায়ই বিমানটি যাতায়াত করতো।

বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক জটিলতার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ধ্বংস হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:১৪   ৩৩৬ বার পঠিত