শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬

চীনা নাগরিকের লাশ হস্তান্তর

Home Page » প্রথমপাতা » চীনা নাগরিকের লাশ হস্তান্তর
শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬



বঙ্গ-নিউজঃ যশোরের উপশহর এলাকায় খুন হওয়া চীনা নাগরিককের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে নিহতের স্ত্রী টোমা লাইন এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছে নিহত চেং হি সংয়ের লাশ হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইলিয়াস হোসেন। ওসি ইলিয়াস হোসেন বলেছেন, লাশ অ্যাম্বুলেন্স করে সরাসরি ঢাকায় নেওয়া হবে। প্রয়োজনিয় প্রক্রিয়া শেষে তারপর প্লেন যোগে চীনে নেওয়া হবে। গত বৃহস্পতিবার সকালে চেং হি সাংয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, প্রায় পাঁচ বছর ধরে বাংলাদেশে ব্যবসা করছিলেন চেং হি সাং। ঢাকায় থাকলেও ব্যবসায়িক কাজে মাঝে মাঝেই তিনি যশোরে যেতেন। যশোরে গেলে তিনি উপশহর এলাকার ২ নম্বর সেক্টরের একটি বাড়িতে উঠতেন। বৃহস্পতিবার সকালে ওই বাড়ির গুদাম থেকেই চেং হি সাংয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

পরে জানা যায়, ব্যবসার টাকা-পয়সা লুট করার জন্য চেং হি সাংকে হত্যা করেছেন তার কেয়ারটেকার ও দোভাষী নামজুল হাসান (২২) ও তার ভাইপো মুক্তাদির রহমান রাজু। দুই জনকেই আটক করেছে পুলিশ। প্রথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকারও করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৩০   ৩৪২ বার পঠিত