শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
৫ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার টার্গেট অর্থমন্ত্রীর
Home Page » অর্থ ও বানিজ্য » ৫ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার টার্গেট অর্থমন্ত্রীরবঙ্গ-নিউজ: ২০২১ সালের মধ্যে ৫ লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) টার্গেট বেঁধে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুযায়ী, দেশে ৮০ লাখ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অথচ নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে ৫০ হাজার। এটিকে বাড়াতে হবে।রবিবার রাজধানীর আগারগাঁও এনবিআরের নবনির্মিত ভবনে সর্বোচ্চ ভ্যাটদাতাদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এবং এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাটদাতা জাতীয় পর্যায়ে ৯টি সহ ৩০ প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
অর্থমন্ত্রী বলেন, দেশ চালাতে গেলে, উন্নয়ন করতে ও সেবা দিতে হলে রাজস্ব দিতে হবে। আয়কর ও ভ্যাট এখন রাজস্ব আয়েকর প্রধান খাত। এখন ভ্যাট আদায় বেশি হচ্ছে। ভ্যাট সবাইকে সমান দিতে হচ্ছে। এই বোঝাটিকে কমানো হয়েছে। উদ্দেশ্য হাসিল করতে প্রতি স্তরে হিসাব রাখতে হবে। তাহলে ভ্যাট বোঝা হবে না। হিসাব রাখার কাজ সহজ করতে ব্যবসায়ীদের ইসিআর মেশিন সরবরাহ করা হবে। কর দেয়া বাহাদুরির বিষয়। ২০২১ সালের মধ্যে ৫ লাখ প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় এসে আরেকটি বাহাদুরির দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট দেয়া ৯টি প্রতিষ্ঠান ও ঢাকা জেলার ২১টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে উৎপাদন খাতে স্টার সিরামিকস, বার্জার পেইন্টস, সুপার পেট্রো কেমিক্যাল। ব্যবসা খাতে গ্যালারি এপেক্স, এমএম ইস্পাহানি, ইন্টারন্যাশনাল বেভারেজ। সেবা খাতে ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন লিমিটেড, চৌধুরী টি ওয়্যারহাউস ও মাস্টার মাইন্ড স্কুল।
‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’- এ স্লোগানকে সামনে রেখে গত ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস পালন করেছে এনবিআর। এছাড়া ৯ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সব বিভাগীয় শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা শহরে পালিত হচ্ছে ‘জাতীয় ভ্যাট সপ্তাহ
বাংলাদেশ সময়: ১২:৪৪:৩৫ ৩৭৯ বার পঠিত