বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬

মানুষ তুমি নিরাপদ থাকো -শামছুন নাহার

Home Page » সাহিত্য » মানুষ তুমি নিরাপদ থাকো -শামছুন নাহার
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬



12809693_1048692538527070_7079489147270550717_n.jpgমানুষ তুমি নিরাপদ থাকো

করুণ কান্না ভুলে

নৈঃশব্দ আততায়ীর গোপন আঘাত ভুলে
বিচ্ছেদের শোক তুলে রেখে
মানুষ তুমি নিরাপদ থাকো।

নিসর্গ উন্মুক্ত করে
তোমার শরীরে আততায়ীর
বিস্তার দীর্ঘতর হয়।
সন্ধ্যার শায়িত মাঠে
বিষন্ন গোলাপ আর অভিমানী নারী
যমুনার কোন কূলে খুলেছে ভূষণ।
প্রেমহীন নারীর শরীর আর মাঘ শেষে
বুড়ো কাক, অসহায় স্তব্ধ
বসন্তের আলিঙ্গনের অপেক্ষায়।

নষ্ট প্রেম, দগ্ধ প্রেম
স্পর্শহীন, পরিচর্যাহীন একাকী নিঃসঙ্গ।
ধুলো ঘ্রাণ বুকে নিয়ে
অজন্তা মুর্তি লাস্যময়ী মানবী
একবার ছুঁতে চায়
তোমার উদাসীন দুপুর।

মৃত্যু এক অদ্ভুত নাম
রক্তপায়ী ঈশ্বরকে ও
দিতে হবে মৃত্যুর ভর্তুকী।
মৃত্যু থেকে জন্ম নেবে
সুতীক্ষ্ম অস্ত্রের মতো
ভয়ংকর দুরন্ত দুর্বার
নিঃশেষ হবে সব জল্লাদ
জন্ম নেবে জীবনের বীজ।

মৃত্যুর হিসাব ভুলে
বিষদের সঙ্গীত ভুলে
মানুষ তুমি নিরাপদ থাকো।

বাংলাদেশ সময়: ২১:১৫:০২   ৩৭৩ বার পঠিত