বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬

বিজয় দিবসের কবিতা - খালেদ হোসাইন

Home Page » সাহিত্য » বিজয় দিবসের কবিতা - খালেদ হোসাইন
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬



399952_10150631516067342_1444443702_n1.jpgঅক্টোপাসের পেষণ থেকে বাইরে আসার শান্তি

রক্তচোষার কবল থেকে মুক্ত হবার শান্তি

হাওয়ায় দোলা নিজ পতাকার ভঙ্গি দেখার শান্তি

জান দিয়েছে মান দিয়েছে এসব কিনে আনতে

আমার পিতা আমার মাতা আমার ভ্রাতা ভগ্নি

সহজ তো নয় আকাশ থেকে ছিনিয়ে আনা অগ্নি!

স্বৈরশাসন অসার ভাষণ নির্যাতনের শাস্তি

মুখের ভাষা খাবলে নেয়ার প্রাণান্তকর শাস্তি

প্রতিবাদের প্রতিরোধের গতিরোধের শাস্তি

রুখে দিতে রক্ত-ঘামে কত্ত হলো ভাসতে!

দশক দশক লড়াই হলো তাই শত্রুর সঙ্গে

এমনটি আর কই ঘটেছে, যা ঘটেছে বঙ্গে?

অস্থিরতার এই সময়ে কে দিলো নেতৃত্ব?

বঙ্গবন্ধু জয় করলেন বীর বাঙালির চিত্ত

চমকে ওঠে পাকিস্তানি শোষকরা দুবৃত্ত

বুঝতে পারে সত্য এলে হারবেই যা মিথ্যে।

ঝাঁপিয়ে পড়ে পাক-হানাদার নাপাক কাজে যুক্ত

নয়টি মাসের যুদ্ধ শেষে আমরা হলাম মুক্ত!

বাংলাদেশ সময়: ২১:০৩:২৪   ৫০৬ বার পঠিত